কিশোরগঞ্জের ভৈরবে ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।

0
21

কিশোরগঞ্জের ভৈরবে ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. সাব্বির মিয়া(২৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কাশিনগর লিচু বাগান এলাকার মো. আবু সায়েদ মিয়ার ছেলে।তিনি  ভৈরব উপজেলার পঞ্চবটি ঈদগাহ এর পিছনে আরমান মিয়ার ভাড়াটিয়া হিসেবে  বসবাস করতেন।

মঙ্গলবার, ২৫  এপ্রিল ভোর সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন পঞ্চবটি বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ  আক্কাছ আলী।

এ বিষয়ে ভৈরব থানায় মামলা হয়েছে।

পোষ্ট এর সময় 1 month by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে