কিশোরগঞ্জের ভৈরবে ৪০ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।

0
47

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার জাহাঙ্গীর হোসেন(৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হোসেনপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

শুক্রবার, ৫ মে সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলা সদরের দুর্জয় মোড় এলাকা থেকে ২০ বান্ডিল খাকি কস্টেপ দিয়ে মোড়ানো ৪০ কেজি গাঁজা, ২৫০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. আক্কাছ আলী।

গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা ও ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করেন মর্মে স্বীকার করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে ভৈরব থানায় মামলা হয়েছে।

পোষ্ট এর সময় 4 weeks by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে