কিশোরগঞ্জে পুকুর থেকে রাহেলা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার, ১৭ মে দুপুরে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের গাইটাল নামাপাড়া এলাকার একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধা নারী সদর উপজেলার শোলাকিয়া গাছবাজার এলাকার মৃত আবু বকর সিদ্দিকের স্ত্রী।
জানা যায়, স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোষ্ট এর সময় 2 weeks by Ahmad Farid