কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে কথিত ৬ লাখ টাকা মূল্যমানের বিরল প্রজাতির একটি তক্ষকসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. মোস্তাকিম(৩২) করিমগঞ্জ উপজেলার উজান ভরাটিয়া গ্রামের মৃত আ. হামিদের ছেলে ও মো. মানিক(৫০) একই উপজেলার আশুতিয়াপাড়া এলাকার মৃত আলীর ছেলে।
বৃহস্পতিবার, ১৮ মে সন্ধ্যা ৭টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকা থেকে তক্ষকসহ তাদের গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান।
গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় , ওই তক্ষকটি তারা সিলেট জেলা থেকে ৬ লাখ টাকা মূল্যে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করে।
এবিষয়ে করিমগঞ্জ থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
পোষ্ট এর সময় 1 week by Ahmad Farid