কিশোরগঞ্জের করিমগঞ্জে চালককে খুন করে অটোরিকসা ছিনতাই

করিমগঞ্জ(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।

0
112
মরদেহ দেখতে উৎসুক মানুষের ভিড়

কিশোরগঞ্জের করিমগঞ্জে চালককে খুন করে অটোরিকসা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার, ২২ মে সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের করিমগঞ্জ-নিকলী সড়কের সংযোগ সেতুর নিচে নিহত অটো চালকের মরদেহ পাওয়া যায়।

নিহত শরীফ(২৫) করিমগঞ্জ উপজেলার ইন্দাচুল্লী গ্রামের মতিউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘটনাস্থলে একদল জেলে মাছ ধরতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা করিমগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত শরীফের বড়ভাই কালাচাঁন জানান, তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফপুর থেকে একটি পুরনো অটোরিকসা কিনে বাড়ি নিয়ে যান।

পরে শরীফ রবিবার বিকেলে অটোরিকসাটি নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। রাতে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

সোমবার সকালে নিহত শরীফের বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে।

করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী বিডিচ্যানেল ফোরকে জানান, অটোরিকসা ছিনিয়ে নিতে শরীফকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও মাথা থেতলানো পাওয়া গেছে।

তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

পোষ্ট এর সময় 1 week by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে