করিমগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।

0
36

কিশোরগঞ্জের করিমগঞ্জের দীর্ঘ ১২ বছর পর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা  হয়েছে।

তফসিল অনুযায়ী আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এ তফসিল ঘোষণা  করেন নির্বাচন  কমিশনের চেয়ারম্যান মো:মোয়াজ্জেম হোসেন শাহীন।শিক্ষক সমিতির নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির বর্তমান ও সাবেক নেতারা।

ঘোষিত তফসিল অনুযায়ী  ২১ মে  ও ২২ মে মনোনয়ন পত্র বিতরণ, ২৩ মে  মনোনয়নপত্র দাখিল, ২৪ মে মনোনয়ন পত্র বাছাই, ২৪ মে প্রত্যাহারের শেষ দিন, ২৫ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১০ জুন করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বছর উপজেলার ১২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে সাতশত শিক্ষক ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।উপস্থিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা জানান, বিভিন্ন জটিলতায় গত ১২ বছর শিক্ষক সমিতির নির্বাচন হয়নি। এ কারণে এই নির্বাচন নিয়ে তাদের অনেক প্রত্যাশা রয়েছে।

পোষ্ট এর সময় 1 week by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে