কটিয়াদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো কিশোরের

নাঈম ইসলাম, কটিয়াদি থেকে

0
32

কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: শাকিল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার, ১৭ মে সন্ধায় কটিয়াদী উপজেলা লোহাজুরি ইউনিয়নে  পূর্বাচর পাড়াতলা (দাখিল মাদ্রাসা) সংলগ্ন এলাকায় এসে  বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়, এতে মোটরসাইকেলের পিছনে বসা ছেলেটির মাথা দেয়ালের সাথে ধাক্কা লেগে সাথে সাথেই  মগজ বেড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই  তার মৃত্যু ঘটে। 

নিহত মো: শাকিল লোহাজুরি ইউনিয়নের চরকাউনিয়া  মোড়ল বাড়ির মো: মাসুদ মিয়ার একমাত্র  ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো: শাকিল ও নাদিম দুই বন্ধু পাশের বাড়ির বোরহান নামে এক বড় ভাইয়ের কাছ থেকে ধার করে মোটরসাইকেল নিয়ে বিকেলে বন্ধুদের নিয়ে  পাইকান ব্রিজের দিকে ঘুরতে গেলে  দুর্ঘটনার শিকার হয় তারা ।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃ্ত্যু হয় পিছনে বসে থাকা শাকিলের। সাথে থাকা বন্ধু নাদিম গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। আহত নাদিম মোড়ল বাড়ির মো: কাজল মিয়ার ছেলে।  

কটিয়াদী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহফুজুর রহমান সিদ্দিকি গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

পোষ্ট এর সময় 2 weeks by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে