ঈশ্বরগঞ্জে বিদ্যালয়ে হামলার ঘটনায় থানায় মামলা

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।।

0
18

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকসেবীদের দ্বারা একটি প্রাথমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষিকার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকা বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ও ৮০/৯০ জনকে অজ্ঞাত আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

রবিবার, ৭ মে বিকেলে ঈশ্বরগঞ্জ থানায় এই মামলা দায়ের করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগমের অভিযোগ সূত্রে জানা যায়, দরিবৃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় প্রতিদিন স্থানীয় কিছু মাদকসেবিরা নেশার আড্ডা জমাতো। বিষয়টি শিক্ষিকার নজরে আসলে স্কুল আঙিনায় এমন কাজ না করতে তিনি তাদের নিষেধ করেন। এতে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি দেয়। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন উপজেলা শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সিদ্দিক, সোহাগী ইউপি চেয়ারম্যান কাদির আহম্মেদ ভূঁইয়া, ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ সময় সোহাগী ইউপি চেয়ারম্যান কাদির আহম্মেদ ভূঁইয়া বলেন, ঘটনাটি লজ্জাজনক। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নীলুফার হাকিম বলেন, সরকারী প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, হামলার ঘটনার  রাতেই পুলিশ পাঠানো হয়েছিলো। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকা বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন বলেন, বিদ্যালয়ে হামলার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। বিষয়টি হালকা করে দেখার কোন সুযোগ নেই। হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোষ্ট এর সময় 3 weeks by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে