বিনা অভিযোগে ইসরায়েলি কারাগারে বন্দি থাকাবস্থায় টানা তিন মাস অনশন করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ফিলিস্তিনী নাগরিক ৪৪ বছর বয়সী খাদের আদনান। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বিনা অভিযোগে তাকে গ্রেফতার করেছিল ইসরায়েলি পুলিশ। গ্রেফতারের পর থেকে টানা ৮৭ দিন অনশন করে তিনি মারা গেলেন।
মঙ্গলবার, ২ মে সকালে সংশ্লিষ্ট ইসরায়েলি কারাগারের সেলে তাকে অচেতন অবস্থায় পাওয়ার পর জানা যায় তিনি মারা গেছেন। ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।
খাদের আদনান এর আগে ২০১৫ সালে গ্রেফতার হয়ে কারাগারে টানা ৫৫ দিন অনশন করেছিলেন।
ইসরায়েলি কারাগারে বর্তমানে বিনা অভিযোগে এক হাজারের উপর ফিলিস্তিনী নাগরিক বন্দি রয়েছেন। তাদের বিরুদ্ধে কোন অভিযোগ গঠন কিংবা বিচারের মুখোমুখি করা হচ্ছেনা।
৮৭ দিন টানা অনশন করলেও তার অনশন ভাঙ্গানো কিংবা তাকে কোন ডাক্তার দেখতে আসেননি। তাকে কোন চিকিৎসাও দেয়া হয়নি।
ফিলিস্তিনী বার্তা সংস্থা ওয়াবা জানায়, খাদের আদনান অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে আররাবা শহরে বসবাস করতেন।
আল জাজিরা থেকে অনুদিত
পোষ্ট এর সময় 4 weeks by Ahmad Farid