ইউপি সদস্যের ছেলের থাপ্পরে প্রাণ গেল ইজিবাইক চালকের

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।।

0
38
নিহত ইজিবাইক চালক সোহেল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শরীরের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের ঘষা লাগাকে কেন্দ্র করে ইউপি সদস্যের ছেলের থাপ্পরে সোহেল মিয়া(১৭) নামের  এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের কৃষি বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত সোহেল মিয়া ওই গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,  সোহেল মিয়া প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। পথিমধ্যে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন সরিষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে ময়নাল হোসেন(২৪)। ময়নালনের শরীরের সাথে ইজিবাইক ঘষা লাগায় ময়নাল চড়াও হয় ইজিবাইক চালক সোহেলের দিকে। ইজিবাইক থামিয়ে চালক সোহেলকে থাপ্পড় মারে। প্রথম থাপ্পড় খেয়ে চালক  সোহেল গাড়িতে পড়ে যায়। থাপ্পড় খেয়ে সোহেল আর্তনাদ করে বলতে থাকে ‘ভাই আমাকে আর মাইরেন না, আমাকে ক্ষমা কইরা দেন।’ এলোপাতাড়ি থাপ্পড়ের এক পর্যায়ে সোহেল জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এবিষয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

পোষ্ট এর সময় 1 week by Ahmad Farid

নিচে কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে