ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজা ৩৭৫ পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. কানু মিয়া (৩১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা আলাদাউদপুর এলাকার আবদুর রহমান ওরফে কাদের মিয়ার ছেলে।
বুধবার, ১০ মে রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলার মহরম পাড়ার সোহেল মুন্সির ডগ এরিয়ায় হাজী রফিকুল ইসলাম এর রাইস মিলের পশ্চিম পাশ তেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান, অভিযানে নেতৃত্বদানকারী র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. আক্কাছ আলী।
গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা ও ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করেন মর্মে স্বীকার করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।
পোষ্ট এর সময় 3 weeks by Ahmad Farid