যখন মূল্যস্ফীতি কারণে দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, চিনি যখন মানুষের হাতের নাগালের বাইরে তখন বাজারে আবার বাড়লো সয়াবিন তেলের দাম। এবার বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়লো লিটার প্রতি ১২ টাকা। ফলে প্রতি লিটার সয়াবিনের দাম দাঁড়িয়েছে ১৯৯ টাকা।
এছাড়া প্রতি লিটার পামওয়েলের দাম ১৮ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ১৩৫ টাকা।
বৃহস্পতিবার, ৪ মে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফাকচারার্স এসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সরকার ভোজ্য তেলের আমদানীতে প্রত্যাহার করা ভ্যাট ১৫ শতাংশ পুনরায় আরোপ করায় নতুন করে দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন দাম আজ (বৃহস্পতিবার, ৪ মে) থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পোষ্ট এর সময় 4 weeks by Ahmad Farid