আগামীকাল, বুধবার তিনদিনের সফরে কিশোরগঞ্জ জেলা সদরে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে পাঁচদিনের সফরে গত সোমবার, ২৭ ফেব্রুয়ারি নিজ জন্মভূমি মিঠামইনে আসেন তিনি। পাঁচ দিনের মধ্যে দুইদিন মিঠামইনে কাটিয়ে বাকী তিনদিন তিনি কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থান করবেন।
৫ দিনের সফরের মধ্যে তৃতীয় দিন বুধবার, ১ মার্চ বিকেলে তিনি সড়কপথে করিমগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যাবেন। সেখান থেকে তিনি সড়কপথে জেলা শহরের সার্কিট হাউজে যাবেন। পরে সন্ধ্যা পৌনে ৬টায় তিনি শহরের খরমপট্টি এলাকার নিজ বাসভবনে যাবেন ও রাত্রিযাপন করবেন। পরদিন বৃহস্পতিবার, ২ মার্চ বিকেলে রাষ্ট্রপতি জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানসহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন করবেন। সেখান থেকে শহরের খরমপট্টিস্থ নিজ বাসভবনে যাবেন ও সেখানে রাত্রিযাপন করবেন। শেষদিন শুক্রবার, ৩রা মার্চ বিকেল সোয়া ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরে সার্কিট হাউজে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করে বিকেল সাড়ে ৪টায় তিনি হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ছেড়ে যাবেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ রাষ্ট্রপতির সফরের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, মহামান্য রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পোষ্ট এর সময় 3 months by Ahmad Farid